ইডি ৩ অক্টোবর সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলেছে অভিষেককে
প্রসঙ্গত, আগামী ২ এবং ৩ অক্টোবর বাংলার পাওনা চেয়ে দিল্লিতে ঘেরাও কর্মসূচির ঘোষণা করেছে তৃণমূল। সেই কর্মসূচিতে থাকবেন অভিষেকও। এদিকে, ইডি ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টার সময়ে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলেছে অভিষেককে। এই প্রসঙ্গে অভিষেক এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ‘ঠিক যখন বাংলার পাওনা চেয়ে আমাদের দিল্লিতে যাওয়ার কথা, সেই সময়েই তলব করা হল আমাকে। বোঝাই যাচ্ছে কারা ভীত এবং সন্ত্রস্ত। কারা ভয়ে কাঁপছে!’ এর আগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কো অর্ডিনেশন কমিটির বৈঠকের দিন ডেকে পাঠানো হয়েছিল অভিষেককে। বৈঠকে না গিয়ে ইডির তলবে সাড়া দিয়েছিলেন অভিষেক। এবারও দিল্লিতে তৃণমূলের ঘেরাও কর্মসূচির সময়েই ডেকে পাঠানো হল তাঁকে। প্রসঙ্গত, এই নিয়ে চারবার ইডি ডেকে পাঠাল অভিষেককে। লিপ্স অ্যান্ড বাউন্ডসকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এই তলব।