+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

রাজ্যে এই প্রথম ১ দিনে শতাধিক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা - May 1, 2021 11:29 pm - রাজ্য

রাজ্যে এই প্রথম ১ দিনে শতাধিক মৃত্যু

রাজ্যে কোভিড রোগীর দৈনিক মৃ্ত্যুর সংখ্যা বাড়তে বাড়তে ১০০-র গণ্ডি পেরিয়ে ১০৩ জন রোগীর মৃত্যু হয়েছে। যা এখনও পর্যন্ত দৈনিক মৃত্যুর নিরিখে সবচেয়ে বেশি। সেই সঙ্গে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে সাড়ে ১৭ হাজারের বেশি। এই নিয়ে টানা ৪ দিন ধরে নতুন আক্রান্তের সংখ্যা ১৭ হাজার বা তার বেশি হল। এর মধ্যে উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৪ হাজার।

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০৩ জন মৃতের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা ২৬ জন। কলকাতায় ১৯ জনের মৃ্ত্যু হয়েছে। এ ছাড়াও, পূর্ব মেদিনীপুরে ৮, উত্তর দিনাজপুরে ৬, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন করে রোগী মারা গিয়েছেন। অন্যদিকে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং মালদহে ৪ জন করে সংক্রমিতের মৃত্যু হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম এবং হুগলি জেলায় ৩ জন করে রোগী মারা গিয়েছেন। পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে ২ জন করে রোগীর মৃ্ত্যু হয়েছে। এ ছাড়া, কালিম্পং, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে ১ জন করে মারা গিয়েছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ১১ হাজার ৪৪৭ জন কোভিড রুগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৫৬ হাজার ২৯৭টি কোভিড টেস্ট করা হয়েছে। এর মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ১৭ হাজার ৫১২টি। এর জেরে দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ৩১.১১ শতাংশে। সব মিলিয়ে রাজ্যে মোট ৮ লক্ষ ৪৫ হাজার ৮৭৮ জন কোভিডে আক্রান্ত হলেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে ১ লক্ষ ৯০ হাজার ৩৪২ জনকে টিকা দেওয়া হয়েছে।

নতুন করে আক্রান্তের সংখ্যা উত্তর ২৪ পরগনায় বেড়ে হয়েছে ৩ হাজার ৯৩৪, কলকাতায় ৩ হাজার ৮৮৫ জন, এছাড়া দক্ষিণ ২৪ পরগনা (৯৯২), হাওড়া (৯৬৪), পশ্চিম বর্ধমান (৮৭৪), নদিয়া (৮৪৮), হুগলি (৮৬০), পূর্ব বর্ধমান (৬৪৫), পূর্ব মেদিনীপুর (৬৪৫) এবং বীরভূম (৬৩৭) আক্রান্ত।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube