একদিনে আক্রান্তের সংখ্যা প্রায় ১৬ হাজার
পশ্চিমবঙ্গে আরও ভয়ানক আকার নিল করোনা। রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৮৮৯ জন। তবে এদিন মৃত্যু সামান্য কমেছে।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে এদিন রাজ্যে ১৫,৮৮৯ জন করোনা রোগীর খোঁজ মিলেছে। যার ফলে রাজ্যে সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৭,৪৩,৯৫০। মৃত্যু হয়েছে ৫৭ জনের। ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে মোট ৫৭ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে কলকাতায় ১৮ এবং উত্তর ২৪ পরগনার ১৫ জন মারা গিয়েছেন। অন্য দিকে, হাওড়ায় ৫, দক্ষিণ ২৪ পরগনা এবং জলপাইগুড়িতে ৩ জন করে রোগীর মৃত্যু হয়েছে। দার্জিলিং, মালদহ, নদিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে ২ জন করে মারা গিয়েছেন। এ ছাড়া, পূর্ব বর্ধমানে ১ জন রোগীর মৃত্যু হয়েছে। যার ফলে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১০,৯৪১। একদিনে করোনা সংক্রমণ কাটিয়ে উঠেছেন ৮,৪০৭ জন। যার ফলে মোট সুস্থতা বেড়ে হয়েছে ৬,৪৪,২০৯।
এক ধাক্কায় রাজ্যে করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮,৮০০। এদিন রাজ্যে ৫৫,৬০০ করোনার নমুনা পরীক্ষা হয়েছে।