গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৪৬০ জন
করোনা সংক্রমণের চাপ থেকে অনেকটাই স্বস্তি পেল দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৪৬০ জন, যা বিগত দুই মাসে সর্বনিম্ন সংক্রমণ। সংক্রমণের কারণে একদিনে মৃত্যু হয়েছে ২ হাজার ৬৭৭ জনের। অন্যদিকে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮৯ হাজার ২৩২ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৮৮ লক্ষ ৯হাজার ৩৩৯-এ। দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ২ কোটি ৬৯ লক্ষ ৮৪ হাজার ৭৮১। এখনও অবধি সংক্রমণে ৩ লক্ষ ৪৬ হাজার ৭৫৯ জনের মৃত্যু হয়েছে। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লক্ষ ৭৭ হাজার ৭৯৯। দেশে মোট দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও কয়েকটি রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় অসমে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭৮১ জন, সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৪ জনের। অন্যদিকে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৯৯ জন। অন্যদিকে, তেলঙ্গনায় পড়ুয়াদের জন্য বিশেষ টিকাকরণ কর্মসূচি চালু করল রাজ্য সরকার। যে সমস্ত পড়ুয়ারা বিদেশে পড়তে যাচ্ছে, তাদের নির্ধারিত সময় ব্যবধানের আগেই করোনা টিকা দেওয়া হবে।