+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

একশোর গণ্ডি পার করল ডিজেলও

নিজস্ব সংবাদদাতা - October 24, 2021 9:49 am - রাজ্য

একশোর গণ্ডি পার করল ডিজেলও

জুলাইয়ে সেঞ্চুরি করেছিল পেট্রল। তার তিন মাসের মধ্যে একশোর গণ্ডি পার করল ডিজেলও। তেল সংস্থাগুলির তরফে খবর, শুক্রবার আলিপুরদুয়ারের বারবিশায় ভারত পেট্রলিয়াম পাম্পে ডিজেলের দাম হয়েছে লিটার পিছু ১০০ টাকা ৭ পয়সা। আর ইন্ডিয়ান অয়েলের পাম্পে ১০০ টাকা ৫ পয়সা প্রতি লিটারে। একই দিনে পুরুলিয়ার ঝালদায় ডিজেলের দাম হয়েছে ১০০ টাকা ১৪ পয়সা প্রতি লিটার পিছু। এই খবর সামনে আসার পরই মধ্যবিত্তদের মাথায় হাত পড়ে গিয়েছে। পণ্য-সহ যে কোনও পরিবহণে মূলত ডিজেলেরই ব্যবহার হয়ে থাকে। তেলের দাম যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও যে বাড়বে, তা নিশ্চিত। আনাজ থেকে মাছ, মাংস, সবই অগ্নিমূল্য।সাধারণ মানুষের দাবি, শুধু বারবিশা বা ঝালদা নয়, রাজ্যের বাকি জেলাতেও ডিজেল সেঞ্চুরি করবে। অবশ্য আলিপুরদুয়ারের কয়েকজনের মতে, বারবিশা একেবারে অসমের সীমানা ঘেঁষা। এলাকায় তেল পরিবহণের খরচ অনেক। তাই সেখানে ১০০ পার হল ডিজেলের দাম। অন্যদিকে, পুরুলিয়া জেলা বাসমালিক সংগঠনের সম্পাদক প্রতিভারঞ্জন সেনগুপ্ত জানান, ‘চলতি মাসেই ডিজেলের দাম লিটার প্রতি ৪ টাকার বেড়েছে। আরও বাড়বে হয়ত। এই দাম বৃদ্ধির শেষ কোথায়, কেউ জানে না।’


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube