+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

“ইন্টারন্যাশনাল গ্লোরি আওয়ার্ড”এবছর “EXCELLENCE IN HEALTHCARE SERVICES” বিভাগে পুরস্কৃত হলেন, এটিএন মেডিকেয়ার এর ডিরেক্টর, শ্রী তপন রায়।

নিজস্ব সংবাদদাতা - August 29, 2021 5:40 pm - কোথায় কি হচ্ছে!

“ইন্টারন্যাশনাল গ্লোরি আওয়ার্ড”এবছর “EXCELLENCE IN HEALTHCARE SERVICES” বিভাগে পুরস্কৃত হলেন, এটিএন মেডিকেয়ার এর ডিরেক্টর, শ্রী তপন রায়।

এটিএন মেডিকেয়ার এর কর্ম উদ্যোগে আরো একটি গৌরবজনক পালক সংযুক্ত হলো,গতকাল গোয়াতে হয়ে গেল,ভারতের অন্যতম শ্রেষ্ঠ সম্মাননা প্রদান অনুষ্ঠান, “ইন্টারন্যাশনাল গ্লোরি আওয়ার্ড”এবছর “EXCELLENCE IN HEALTHCARE SERVICES” বিভাগে পুরস্কৃত হলেন, এটিএন মেডিকেয়ার এর ডিরেক্টর, শ্রী তপন রায়। শ্রী তপন রায় পুরস্কার গ্রহণ করে বলেন, আমি গর্ব অনুভব করছি। কারণ, এই অ্যাওয়ার্ড এর সঙ্গে, “সনু সুদ’ জড়িয়ে আছেন। আমি দীর্ঘ দিন মানুষের সেবার সঙ্গে যুক্ত আছি, এই “ইন্টারন্যাশনাল গ্লোরি অ্যাওয়ার্ড” সম্মান, ভারত এবং বাংলাদেশের বন্ধু, সহযোগী এবং এটিএন বাংলার চেয়ারম্যান “ডক্টর মাহফুজুর রহমানের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই”। ডক্টর মাহফুজুর রহমান সবসময় আমাকে, ভাল কাজ করার জন্য অনুপ্রেরণা যুগিয়েছেন, এই সম্মান আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। ভারতে করোনা অতিমারির সময়, সনু সুদ এর জনসেবা দেখে আমি মুগ্ধ। উনি এখন আমার জীবনের অনুপ্রেরণা।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube