+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

অবনী রিভারসাইড মল এ হয়ে গেলো ‘এফআইআর’ ছবির প্রমোশন।

নিজস্ব সংবাদদাতা - October 10, 2021 11:57 pm - কোথায় কি হচ্ছে!

অবনী রিভারসাইড মল এ হয়ে গেলো ‘এফআইআর’ ছবির প্রমোশন।

বাংলায় যদি কখনও বলিউডের সিংহমের মতো ছবি তৈরি হয়, তাহলে অঙ্কুশ  যে একেবারে পারফেক্ট বাছাই হবে, তা পুজোয় মুক্তি পাওয়া ‘এফআইআর’  দেখলে একেবারে স্পষ্ট। তবে এই ছবিতে রোহিত শেট্টির কায়দায় গাড়ি না উড়লেও, ছবি জুড়ে যে টানটান ব্যাপারটা ছিল তা কিন্তু ছবির আসল রসদ। যার জন্য পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় ও চিত্রনাট্যকার অনিরুদ্ধ দাশগুপ্তকে প্রশংসা করতে হয়।‘এফআইআর’ একেবারেই থ্রিলারধর্মী একটি ছবি। গল্পে সাসপেন্স একেবারে ঠাসা।  রঘুনাথপুর গ্রামে পর পর খুন। আর সেই খুনের তদন্তের ভার পুলিশ অফিসার অভ্রজিতের উপর (অঙ্কুশ)। রঘুনাথপুরে পৌঁছে তাঁর সঙ্গী হয় নরেন ওরফে বনি সেনগুপ্ত। তবে খুনের তদন্ত করতে এসে অভ্রজিতের ও নরেনের সামনে আসে নতুন নতুন রহস্য। ব্যস, এই পর্যন্তই থাক। কারণ বাকিটার জন্য ছবিটা দেখতেই হবে। শনিবার হাওড়ার অবনী রিভারসাইড মল এ হয়ে গেলো ছবির প্রমোশন ।

 


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube