সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে।
এপ্রিলেই রেকর্ড তাপমাত্রা বৃদ্ধিতে নাজেহাল দশা হয়েছিল সকলেরই। ৪০ ছুঁইছুঁই তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়েছিলেন বহু মানুষ। সেই হাঁসফাঁস গরম থেকে স্বস্তি দিয়েছে একটানা বৃষ্টি। তবে বৃহস্পতিবার থেকে ফের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাবে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ। বৃহস্পতিবার, শুক্রবার তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিন পারদ চড়লেও, সপ্তাহান্তে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবারের মতোই বুধবারেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৬ মে-র পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে দক্ষিণবঙ্গে বুধবারের পর কমবে বৃষ্টিপাতের পরিমাণ। আগামী দুই দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার থেকে ফের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে।