+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

নিজস্ব সংবাদদাতা - September 24, 2021 11:34 pm - রাজ্য

ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ৭০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা। পশ্চিমবঙ্গ ও ওড়িশার কোস্টগার্ডকে হাই অ্যালার্ট। ওড়িশা ও পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিটকে হাই অ্যালার্ট জারি। মৎসজীবীদের সতর্কবার্তা কোস্টগার্ডের তরফে। ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। মৎসজীবীদের সমুদ্র থেক ফেরাতে আকাশপথে নজরদারি কোস্টগার্ডের, বঙ্গোপসাগরে আজই তৈরি হচ্ছে নিম্নচাপ। সঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত। ত্রিফলা আক্রমণে ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকেই আবহাওয়ার পরিবর্তন। উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বইতে পারে ঝোড়ো হাওয়া। রবি ও সোমবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি থাকবে হলুদ সতর্কতা। মত্স্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কতা। শনিবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube