+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা

নিজস্ব সংবাদদাতা - February 16, 2022 9:12 pm - রাজ্য

ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা

বাড়বে তাপমাত্রাও। হাওয়া অফিস সূত্রে খবর, ফের একটি পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরের ওপরে রয়েছে উচ্চচাপ বলয়। আর এই জোড়া ফলায় রবি এবং সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধাপ্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। ফলে এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা বাড়বে। সপ্তাহান্তে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মূলত ফেব্রুয়ারির এই সময় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। কিন্তু উত্তর-পশ্চিম হাওয়া রাজ্যে প্রবেশ করার ফলে তাপমাত্রা বর্তমানে অনেকটাই কম। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৮ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। জাঁকিয়ে শীত ফেরার আর তেমন কোনও সম্ভাবনা নেই। ধীরে ধীরে ফের পারদ চড়বে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube