২৪ ঘণ্টার মধ্যে ফের রক্তাক্ত উপত্যকা।
২৪ ঘণ্টার মধ্যে ফের রক্তাক্ত উপত্যকা। সোমবারের পর মঙ্গলবার। সোমবার রাজৌরির সেনা ছাউনিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। মঙ্গলবার আবার ব্যাটল সেক্টরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে নিরাপত্তারক্ষী বাহিনীর। গুলির লড়াইয়ে এক জওয়ান গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। সেনা সূত্রে জানা গেছে, ব্যাটল এলাকায় জঙ্গিদের অনুপ্রবেশের খবর পেয়ে ভোর রাত থেকে অভিযান চালাচ্ছিল ভারতীয় সেনা। পাহাড়ি এলাকায় জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গিরা প্রবেশ করার চেষ্টা করলেই জওয়ানরা নিরাপত্তারক্ষী বাহিনীর জওয়ানরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জঙ্গিরাও গুলি চালাতে শুরু করে। জঙ্গিদের ছোড়া গুলি লাগে এক জওয়ানের গায়ে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও গুলির লড়াই চলছে বলে জানা গেছে। তবে জঙ্গিদের অনুপ্রবেশ আটকানো গেছে বলে বলে সেনা সূত্রে জানা গেছে। প্রসঙ্গত গত শনিবারই কাশ্মীর গিয়েছিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। সন্ত্রাসদমন নিয়ে তিনি আলোচনা সারেন জম্মু–কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ও অন্যান্য আধিকারিকের সঙ্গে। তারপর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে উপত্যকা।