ফের সোনার দামে পতন!
বিয়ের মরশুমে ফের সোনার দামে পতন। এটা ঘটনা, বিয়ে বা অনুষ্ঠানে অল্প হলেও সকলে সোনার গয়না কেনেন। তাই দোকানে যাওয়ার আগে সেইদিন সোনার দাম কত চলছে, তা জানতে চান। আর সকলেই একটু সস্তায় সোনা কিনতে চান। তাই হলুদ ধাতু কেনার আগে বাজার দর জেনে রাখাটা গুরুত্বপূর্ণ।
শনিবার ৭ ডিসেম্বর শহর কলকাতায় হলমার্ক সোনার গহনার ২২ ক্যারাটের এক গ্রামের দাম ৭,২৯৫ টাকা। আর ১০ গ্রামের দাম ৭২,৯৫০ টাকা। যা গত দিনের থেকে বেশ কিছুটা কম। শুক্রবার দাম ছিল ৭৩,১৫০ টাকা। খুচরো পাকা সোনার ২৪ ক্যারাটের এক গ্রামের দাম ৭,৬৭৫ টাকা। আর ১০ গ্রামের দাম ৭৬,৭৫০ টাকা। এক্ষেত্রেও শুক্রবারের তুলনায় শনিবার কমেছে দাম। আর পাকা সোনার বাটের ২৪ ক্যারাটের এক গ্রামের দাম ৭,৬৩৫ টাকা। আর দশ গ্রামের দাম ৭৬,৩৫০ টাকা।
শুক্রবার হলমার্ক সোনার গহনার ২২ ক্যারাটের দশ গ্রামের দাম ছিল ৭৩,১৫০ টাকা। খুচরো পাকা সোনার ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম ছিল ৭৭,০০০ টাকা। আর পাকা সোনার বাটের ২৪ ক্যারাটের দশ গ্রামের দাম শুক্রবার ছিল ৭৬,৬০০ টাকা।
এদিকে অন্যান্য মেট্রো শহরের মধ্যে বেঙ্গালুরুতে গহনা সোনার ১০ গ্রামের দাম ৭৭,৯১৫ টাকা। চেন্নাইয়ে দাম ৭৭,৯২১ টাকা। দিল্লিতে দাম হল ৭৮,০৭৩ টাকা। মুম্বইয়ে দাম হয়েছে ৭৭,৯২৭ টাকা। আর পুণেতে দাম ৭৭,৯৩৩ টাকা। কলকাতা শহরে দাম কমলে অন্যান্য মেট্রো শহরে কিন্তু দাম শুক্রবারের তুলনায় শনিবার সামান্য বাড়ল।