+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

বন্যায় ভাসছে আমতা।

নিজস্ব সংবাদদাতা - August 5, 2021 11:28 am - রাজ্য

বন্যায় ভাসছে আমতা।

সড়ক পথে এদিন আমতায় যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বন্যায় ভাসছে আমতা। বন্যায় বিপর্যস্ত আমতা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মমতা ব্যানার্জি। ত্রাণ সামগ্রী ঠিকমতো পাচ্ছেন কিনা খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দ্রুত সমস্ত বিষয় সমাধান করা হবে বলে স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দিলেন মমতা ব্যানার্জি।
হাওড়া-‌হুগলির একাধিক গ্রাম বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যায় বিপর্যস্ত এলাকা গুলি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষজনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর পাশাপাশি জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠকও করেন মমতা ব্যানার্জি। আমতার শেহাগরি এলাকাতেই প্রথমে যান মমতা ব্যানার্জি। লাগাতার বৃষ্টির জেরে বন্যায় ভাসছে গ্রামীণ হাওড়ার একাধিক গ্রাম। ভেঙে গিয়েছে একাধিক নদী বাঁধ। দুর্গাপুর ব্যারেজ সহ একাধিক ড্যাম থেকে ছাড়া হচ্ছে জল। ফলে সম্পূর্ণ জলের তলায় চলে গিয়েছে উদয়নারায়ণপুর, আমতা, খানাকুল। জলের তোড়ে ভেঙে গিয়েছে নদী বাঁধ। ফলে গ্রাম গুলিতে হুহু করে ঢুকছে নদীর জল। জল ঢুকে নষ্ট হয়ে গিয়এছে চাষের জমি। স্কুল বাড়ি গুলিও পুরো জলের তলায়। সড়ক পথও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এহেন পরিস্থিতিতে স্বাভাবিক জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের কাছে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা নৌকায় করে ত্রাণ পৌঁছে দিচ্ছে।
এর পাশাপাশি এদিন রাজ্যের বন্যা পরিস্থিতি জানতে মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের তরফে রাজ্যকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। ডিভিসি, মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়া নিয়ে প্রধানমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি। ‘ম্যান মেড বন্যা’ বন্যা বলে ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। ডিভিসি জলাধারের পলি পরিষ্কার করে না। পলি পরিষ্কার করলে ডিভিসির ৩টি জলাধারে অতিরিক্ত ২ লক্ষ কিউসেক জল ধরত, পলি পরিষ্কার করলে আর অতিরিক্ত জল ছাড়তে হত না। ৫৪ হাজার কিউসেক জল ছাড়ব বলে ডিভিসি ২ লক্ষ কিউসেক জল ছেড়েছে, প্রধানমন্ত্রীর কাছে এমনটাই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে গোটা বিষয়টা দেখার আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদি।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube