শুক্রবার আক্রান্তের সংখ্যাটা এক ধাক্কায় ৩ হাজার ৬৪৮
বৃহস্পতিবার রাজ্যে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৭৮৩। শুক্রবার সেই সংখ্যাটা এক ধাক্কায় ৩ হাজার ৬৪৮। আর কলকাতায় নতুন সংক্রমণের সংখ্যা প্রায় হাজার। স্বাস্থ্য দফতরের পক্ষে উদ্বেগের বিষয়, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে যত জনের পরীক্ষা হয়েছে তাঁদের প্রতি ১০০ জনের মধ্যে কোভিড পজিটিভ হয়েছেন ১০ এর বেশি।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৬৪৮। যেখানে এপ্রিলের প্রথম দিনে সংক্রমণ ছিল ১ হাজার ২৭৪। দৈনিক সংক্রমণের হার বৃহস্পতিবার ৮.৩১ শতাংশ থেকে বেড়ে একলাফে পৌঁছে গিয়েছে ১০.১০ শতাংশে। কলকাতায় শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৮৭ জন। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ৮৮৪। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৬০৩।
হাওড়ায় আক্রান্তের সংখ্যা ২২৩। দক্ষিণ ২৪ পরগনায় এই একই সময়ে আক্রান্ত হয়েছে ২১৪ জন। বীরভুম জেলাতেও বাড়ছে সংক্রমণ। সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০৮ জন। পশ্চিম বর্ধমান জেলাতে নতুন করে ১৯১ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। হুগলি জেলাতে শেষ ২৪ ঘণ্টায় ২১২ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। সব মিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ০৬ হাজার ৪৫৫। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৬ হাজার ১১৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।