গাব্বায় শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে টেস্ট।
শনিবার অর্থাৎ ১৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে ব্রিসবেন টেস্ট। বর্ডার গাভাসকার ট্রফির প্রথম ম্যাচে পারথে ২৯৫ রানে জিতেছিল ভারত। এডিলেডে দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। গাব্বায় শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে টেস্ট। ভারতীয় সময় ভোর ৫.২০ মিনিটে হবে টস। ভোর ৫.৫০ মিনিটে শুরু হবে খেলা। মধ্যাহ্নভোজের বিরতি হবে সকাল ৭.৫০ মিনিটে। ৪০ মিনিট পর দ্বিতীয় সেশনের খেলা শুরু হবে সকাল ৮.৩০ মিনিট থেকে। চা পানের বিরতি হবে সকাল সাড়ে দশটায়। ২০ মিনিট পর ১০টা ৫০ মিনিটে শুরু হবে তৃতীয় সেশনের খেলা। খেলা শেষ হবে ভারতীয় সময় বেলা ১২.৫০ মিনিটে।
তবে প্রয়োজনে ওভার শেষ করার জন্য বাড়তি ৩০ মিনিট খেলা হতে পারে।
ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচটি ভারতে সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়া ভারতের এই ম্যাচটির লাইভ স্ট্রিমিংয়ের স্বত্ব রয়েছে হটস্টারের হাতে। অর্থাৎ, সম্পূর্ণ বিনা পয়সায় গাব্বা টেস্ট ম্যাচটি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপে।
গাব্বায় ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ম্যাচের দিন নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ওপেনিং বা ব্যাটিং লাইন আপে হতে পারে বদল। পেস বোলিংয়ে রানার বদলি কেউ হবেন কিনা ম্যাচের দিন জানা যাবে। আর একমাত্র স্পিনার হিসেবে কে খেলবেন সেটাও দেখার।