ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
হুগলির গোঘাটের ফুলঝোড় গ্রামে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপির হয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। মারধরও করা হয় বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার কেন্দ্রীয় বাহিনীর।স্থানীয়দের একাংশ অভিযোগ করেন, ‘বুথে ঢুকতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপির পক্ষে ভোট দিতেও বলা হচ্ছে।’ কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।