+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

গঙ্গাসাগর মেলা করার পক্ষেই রায় দিল হাইকোর্ট।

নিজস্ব সংবাদদাতা - January 7, 2022 7:32 pm - রাজ্য

গঙ্গাসাগর মেলা করার পক্ষেই রায় দিল হাইকোর্ট।

শর্তসাপেক্ষে গঙ্গাসাগরে মেলা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে নজরদারির জন্য তৈরি করা হয়েছে তিন সদস্যের এক কমিটি। ওই কমিটিতে থাকবেন রাজ্যের মুখ্যসচিব, রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। মেলায় কোভিড বিধি মানা হচ্ছে কিনা সেদিকে তাঁরা নজর রাখবেন।

ওই কমিটির সদস্যরা মেলা শুরুর দিন থেকে শেষ পর্যন্ত পরিদর্শন করবেন, এমনকী তাঁরা মনে করলে মেলা বন্ধের নির্দেশও দিতে পারেন। এমনটাই রায় দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, গঙ্গাসাগর মেলা বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন অভিনন্দন মণ্ডল নামের এক চিকিৎসক। বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে রাজ্য মেলার পক্ষেই সায় দেয়। সেই সঙ্গে রাজ্যের তরফে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তাও তুলে ধরা হয়। বলা হয়, সাগরে টেস্টের ব্যবস্থা থাকছে, এমনকী ২৫০ মিটারের মধ্যে হাসপাতাল ও এলাকায় অ্যাম্বুল্যান্সও থাকছে। এরপরই গঙ্গাসাগর মেলা করার পক্ষেই রায় দিল হাইকোর্ট।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube