+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

গরমের দাপট চলবে তারই মাঝে ঝড়বৃষ্টির সকর্তবার্তা ।

নিজস্ব সংবাদদাতা - March 30, 2025 7:54 pm - দেশ

গরমের দাপট চলবে তারই মাঝে ঝড়বৃষ্টির সকর্তবার্তা ।

দেশের বিভিন্ন স্থানে এখন গরমের দাপট চলবে। তবে তারই মাঝে ঝড়বৃষ্টির সকর্তবার্তা দিল আইএমডি।

দেশের বিভিন্ন রাজ্যে এখন চলছে গরমের রাজত্ব। বেশ কয়েকটি জায়গায় তাপপ্রবাহের সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে এরই মাঝে ফের একবার ঝড়বৃষ্টির সতর্কবার্তা জারি করল আইএমডি। উত্তর পূর্ব অসমে একটি ঝুর্ণিঝড়ের পরিবেশ তৈরি হয়েছে বলেই খবর মিলেছে। ফলে অসম সহ অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে।

 

 

যদি এই ঘুর্ণিঝড়টি তৈরি হয় তাহলে মহারাষ্ট্র, বিদর্ভ, ছত্তিশগড়, গুজরাটে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এটি হবে ১ এবং ২ এপ্রিল। অন্যদিকে তামিলনাড়ু, পদুচেরি, কেরালা, অন্ধ্রপ্রদেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিপাত হবে।

 

তবে হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশাতে এখন গরমের হাত থেকে নিস্তার নেই। সেদিক থেকে দেখতে হলে পশ্চিমবঙ্গে তাপমাত্রা ৩৫ থেকে ২৮ ডিগ্রির কাছে থাকবে। বাতাসে আপেক্ষিত আর্দ্রতা বেশি থাকার কারণে দিনের বেলা ঘাম বেশি হবে। পাশাপাশি রাতের দিকেও তাপমাত্রা খুব একটা কম হবে না।

 

 

তবে জেলার কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি পেরিয়ে গিয়েছে, কোথাও আবার ৪০ ডিগ্রির কাছাকাছি দাঁড়িয়ে আছে পারদ। দক্ষিণবঙ্গের চারটি জেলায়  তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত দক্ষিণের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

 

তাপপ্রবাহের সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। হাওয়া অফিস জানিয়েছে, সাধারণ মানুষের পক্ষে এই গরম সহ্য করা খুব একটা কঠিন হবে না। তবে শিশু, বৃদ্ধ এবং যাঁরা অসুস্থ, তাঁদের সমস্যা হতে পারে। তাঁদের সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়ির বাইরে না-বেরোনোর পরামর্শ দিয়েছেন আবহবিদেরা। এ ছাড়া, জলশূন্যতা এড়াতে তৃষ্ণা ছাড়াও জল খেতে বলা হয়েছে। এই পরিবেশ আগামী কয়েকদিন ধরে বজায় থাকবে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube