গ্রামে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
গ্রামীণ এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে। সেই পরিস্থিতিতে গ্রামে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে নির্দেশ দিলেন, কোনও রাজ্য যেন করোনা আক্রান্তের সঠিক সংখ্যা লুকিয়ে না যায়।
কেন্দ্রের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে করোনাভাইরাস সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মোদী নির্দেশ দিলেন, অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে দেওয়ার কথা বলেন। অক্সিজেন সিলিন্ডার, কনসেট্রটরের মতো যন্ত্রপাতি ঠিকমতো ব্যবহারের জন্য স্বাস্থ্যকর্মীর পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেন। সেইসঙ্গে যাতে সেই যন্ত্রপাতিগুলি ঠিকভাবে কাজ করতে পারে, সেজন্য বিদ্যুৎ সংযোগ নিরবিচ্ছিন্ন রাখার বিষয়টি নিশ্চিত করতে বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর দফতরের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে উনি (মোদী) আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশিক্ষিত করার বিষয়ে কথা বলেছেন। ছবি-সহ গ্রামীণ এলাকায় বাড়িতে নিভৃতবাস এবং চিকিৎসা সংক্রান্ত নির্দেশ সহজ ভাষায় লেখার নির্দেশ দিয়েছেন।’
বর্তমানে পরিস্থিতিতে দেশে করোনা পরীক্ষার সংখ্যা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন মোদী। প্রধানমন্ত্রীর দফতরের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আধিকারিকরা বলেছেন যে গত মার্চের শুরুতে যেখানে দৈনিক ৫০ লাখ নমুনা পরীক্ষা হত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি। সেইসঙ্গে কমেছে সংক্রমণের হার। তা শুনে নমুনা পরীক্ষার (আরটি-পিসিআর এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট) সংখ্যা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন মোদী।
তারইমধ্যে একাধিক রাজ্য থেকে ভেন্টিলেটর ব্যবহার না করার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে শনিবারের বৈঠকে কড়া নির্দেশ দেন মোদী। তিনি জানান, কেন্দ্র যে ভেন্টিলেটর দিয়েছে, অবিলম্বে তা কতগুলি বসানো হয়েছে এবং কতগুলি চালু করা হয়েছে, তার অডিট করা হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার উপরও জোর দেন মোদী।