গ্রেফতার তৃণমূল নেতা ছত্রধর মাহাতো, লালগড়ের ভোট হওয়ার পরদিনই বাড়িতে এনআইএ
লালগড়ের ভোট পর্ব মিটতেই ২০০৯ সালের এক খুনের মামলায় ছত্রধর মাহাতোকে গ্রেফতার করে এনআইএ।
লালগড়ে ছত্রধরের বাড়িতে যান ৪০ জনের একটি এনআইএ দল। তৃণমূলের এই নেতার বিরুদ্ধে ২০০৯ সালে সিপিএমের নেতা প্রবীর মাহাতোকে খুনের অভিযোগ রয়েছে। এর আগে ছত্রধরক এই মর্মে এনআইএ নোটিস পাঠায়। তবে তার পরও ছত্রধর তদন্তকারী সংস্থার সামনে হাজির হননি বলে খবর।
প্রসঙ্গত, ২০২০ সালে প্রায় ১১ বছর পর জেল থেকে মুক্তি পান ছত্রধর মাহাতো। জামিনে ছাড়া পেয়েছেন তিনি। জেল থেকে বেরিয়েই তৃণমূলের রাজ্যস্তরের কমিটিতে দেখা যায় লালগড়ের এই দাপুটে নেতাকে।
তবে লালগড়ের ভোট পর্ব মিটতেই ২০০৯ সালের এক খুনের মামলায় ছত্রধর মাহাতোকে গ্রেফতার করে এনআইএ।