+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

গ্রন্থাগার হলো জ্ঞানের এক মহা মিলন ক্ষেত্র

সত্যজিৎ চক্রবর্তী - February 10, 2022 9:57 am - কোথায় কি হচ্ছে!

গ্রন্থাগার হলো জ্ঞানের এক মহা মিলন ক্ষেত্র

কলকাতা, ৫ই জানুয়ারী শনিবার, মা সারদা ভক্ত মন্ডলের পরিচালিত শ্রীশ্রীসরস্বতী পূজা উপলক্ষে ছোটদের হাতে খড়ি অনুষ্ঠান হলো, ভক্ত মন্ডলের সম্পাদক শ্রী প্রকাশ জয়সোয়াল তার সঙ্গে ছিলেন, গেস্ট বিধায়ক বিবেক গুপ্তা, কাউন্সিলর মীনাক্ষী গুপ্তা,মহেশ শর্মা, সমনাথ দাস, গৌতম গুপ্তা, রাজ কিশর গুপ্তা, জুনিয়র ডিপিএস প্রিন্সিপাল অমিত পাটওয়ারী, অশোক পাটোয়ারী। মিঃ জয়সোয়াল বলেন গ্রন্থাগার বা লাইব্রেরী জ্ঞান ধারার মহামিলন ক্ষেত্র। অতীত,বর্তমান ও ভবিষ্যৎ মিলিত হয়ে আছে নানা দেশের পুস্তকের মাধ্যমে এটি সকল জ্ঞানের মিলন তীর্থ। বিভিন্ন দেশের বিভিন্ন সাহিত্যের চিন্তাধারা আমাদের শান্তি, আনন্দ, আর দেয় উদারতার শিক্ষা। এবছর গ্রন্থাগারের মধ্যে হাতেখড়ি চটদের হতে কলমে লেখা পড়ার প্রহজনীয়তা তুলে ধরা হয়েছে। গত দু বছর করোনা কালে
গ্রন্থাগার বন্ধ থাকায় শিক্ষার প্রসারে জ্ঞান পিপাসুদের কাছে অত্যন্ত দুঃখজনক।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube