+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

১৯ হাজার কোটি মূল্যের প্রায় তিন টন হেরোইন বাজেয়াপ্ত গুজরাটে।

নিজস্ব সংবাদদাতা - September 22, 2021 9:42 am - দেশ

১৯ হাজার কোটি মূল্যের প্রায় তিন টন হেরোইন বাজেয়াপ্ত গুজরাটে।

গুজরাটের মুন্দ্রা বন্দরে বাজেয়াপ্ত করা হল ১৯ হাজার কোটি মূল্যের প্রায় তিন টন হেরোইন। এই বন্দরটি আদানি গোষ্ঠী পরিচালনা করে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার আদানিদের বন্দরে অভিযান চালান ডিআরআই গোয়েন্দারা। সেখান থেকেই ওই মাদক উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। সঙ্গে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ডিআরআই সূত্রে জানা গিয়েছে, মুন্দ্রা বন্দরে দু’টি কন্টেনার আসে, যা দু’টি পাউডার দিয়ে চিহ্নিত করা ছিল। তখনই সন্দেহ হয় ডিআরআই-এর আধিকারিকদের। গোয়েন্দারা কন্টেনার দু’টি আটক করেন। সেই কন্টেনার খুলতেই আধিকারিকদের চক্ষু চড়কগাছ। দেখা যায়, দুটি কন্টেনারে ঠাসা রয়েছে প্রায় তিন হাজার কেজি মাদক। একটিতে দু’কেজি এবং অন্যটিতে এক হাজার কেজি। যার বাজারমূল্য ১৯ হাজার ৯০০ কোটি। আরও জানা যায়, ওই মাদক আফগানিস্তানের। ইরান থেকে কন্টেনারবন্দি করে জাহাজে তোলা হয়। গুজরাটের ঘটনায় সজাগ হয়ে ডিআরআই আমদাবাদ, দিল্লি, চেন্নাই, গাঁধীধাম এবং মাণ্ডবীতে তল্লাশি চালাচ্ছেন।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube