১৮ বলে হাফ-সেঞ্চুরি পিটারসেনের
বাংলাদেশ লেজেন্ডসের বিরুদ্ধে প্রথম ম্যাচে অল্পের জন্য হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন কেভিন পিটারসেন। সেই ম্যাচে মাত্র ১৭ বলে ৪২ রানের ঝলঝকে ইনিংস খেলে ডাগআউটে ফেরেন কেভিন। যদিও তাঁর ঝোড়ো ব্যাটিং জয় এনে দেয় ইংল্যান্ড লেজেন্ডসকে। এবার রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ইন্ডিয়া লেজেন্ডসের বিরুদ্ধে ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালান কেপি। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম হাফ-সেঞ্চুরির নজির গড়ের ব্রিটিশ তারকা।
রায়পুরে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান সচিন তেন্ডুলকর। ইনিংসের ওপেন করতে নেমে মাত্র ১৮ বলে ব্যাক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকে যান পিটারসেন। ৫০ রানে পৌঁছতে কেপি ৪টি চার ও ৫টি ছক্কা মারেন।
শেষমেশ ৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৭৫ রান করে আউট হন পিটারসেন। ইরফান পাঠানের বলে উইকেটকিপার নমন ওঝার দস্তানায় ধরা পড়ে যান তিনি।
মূলত পিটারসেনের ঝোড়ো ইনিংসের সুবাদেই ইংল্যান্ড লেজেন্ডস প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৮ রান তোলে। ফিল মাস্টার্ড ১৪, ড্যারেন ম্যাডি ২৯, ক্রিস শোফিল্ড ১৫, হ্যামিল্টন ১৫ ও ট্রেমলেট ১২ রান করেন।
ভারতের হয়ে ইউসুফ পাঠান ৩ ওভারে ২৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। এছাড়া ইরফান ও মুনাফ নিয়েছেন ২টি করে উইকেট।