হাজারহাত কালীতলা সাধারণ দুর্গোৎসব – হাওড়া
হাজারহাত কালীতলা সাধারণ দুর্গোৎসব -২০২০
৫৭ , তম বর্ষের ভাবনা-
“নব আনন্দে জাগো”
নতুন অনভ্যস্ত জীবনের অনভ্যস্ত অস্বস্তির অস্থিরতা আমাদের যেন যান্ত্রিক জীবন যাপনের নেতিবাচকতার বিপক্ষে সর্ব সময়ে নাড়া দিয়ে চলেছে।
বিগত কয়েকমাসে আমরা যেন খাঁচার পাখির অনভ্যস্ত অভ্যাস প্রায় রপ্ত করেছি, আমাদেরই ভালোর জন্য … তবু –
পুজোর মেঘ, আকাশ, আলো, কাশফুল, শিউলির সুবাস, মহিষাসুরমর্দিনীর সুর আজও আমাদের মনকে যেন বিগত বছরগুলোর মতোই আন্দোলিত করতে চায়… মনের গভীরতা থেকে যেন চিরাচরিত সেই আনন্দ নেচে উঠতে চায়।
অস্থিরতা, সতর্কতা, সচেতনতা, সামাজিক বিধিনিষেধ সবই থাকবে, তবু মনে যেন বেজে ওঠে বিশ্ব কবির সেই গান…
“আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দে, তবু অনন্ত জাগে, নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি দৈনলেশ, সেই শূন্যতার গায়ে, মন স্থান মাগে।। এসো, নব আনন্দে জাগো।।”