তীব্র গরমের আগাম পূর্বাভাস দিল হাওয়া অফিস।
চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। ক্রমেই ৪০-এর দোড়গোড়ায় পৌছে যাবে পারদ। তাও আবার চলতি সপ্তাহেই। বৃষ্টির জেরে যে মনোরম আবহাওয়া ছিল দিন কয়েক, তা আর কিছুদিনেই গায়েব হবে দক্ষিণবঙ্গ থেকে। ফিরতে চলেছে গলদঘর্ম দশা। তীব্র গরমের আগাম পূর্বাভাস দিল হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহেই তাপমাত্রায় বড়সড় পরিবর্তন হতে চলেছে। আগামী তিনদিন তাপমাত্রার পারদ আরও অনেকটা চড়বে।
আগামী তিনদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার পারদ ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তারপর তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ ঊর্ধ্বমুখী পারদে তীব্র গরম অনুভূত হবে জেলায় জেলায়। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচদিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। পারদ চড়লেও ঝড়বৃষ্টির হাত থেকে চলতি সপ্তাহেও রেহাই পাবে না উত্তরবঙ্গ। আগামিকাল থেকে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়।
বৃহস্পতিবার শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ফের রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।