+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

শুভেন্দুর পর ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের সেক্রেটারি-সহ তিন বিজেপি নেতার বাড়িতে পুলিশের তল্লাশি

নিজস্ব সংবাদদাতা - May 22, 2024 12:04 pm - রাজ্য

শুভেন্দুর পর ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের সেক্রেটারি-সহ তিন বিজেপি নেতার বাড়িতে পুলিশের তল্লাশি

শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে কোলাঘাটে তাঁর ভাড়াবাড়ির বেডরুমে তল্লাশি চালায় পুলিশ। যা নিয়ে কোলাঘাট থানায় ধর্না দেন শুভেন্দু অধিকারী। আর গভীর রাতে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সেক্রেটারি-সহ তিন বিজেপি নেতার বাড়িতে পুলিশের তল্লাশিতে ষষ্ঠদফার আগে সরগমর বাংলার রাজনীতি।

রাত আড়াইটে থেকে তিনটের মধ্যে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের অন্যতম সেক্রেটারি তমোঘ্ন দের খড়গপুর শহরের বাড়িতে পুলিশ হানা দেয়। এছাড়াও কেশপুর ও মেদিনীপুরে দুই বিজেপির নেতার বাড়িতেও পুলিশ হানা দেয়। চলে তল্লাশি। বিষয়টি নিয়ে একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন হিরণ চট্টোপাধ্যায়।

ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগ এমনভাবে হানা দেওয়া হয়েছে, যেন পাকিস্তানের সন্ত্রাসবাদীকে ধরতে গিয়েছে পুলিশ। খবর পেয়ে হিরণ সেখানে পৌঁছে যান এবং তদন্তকারী অফিসারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তিনি দাবি করেছেন, তল্লাশি সংক্রান্ত কাগজ চাওয়া হলে তা দেখাতে পারেনি পুলিশ।তদন্তকারী পুলিশ আধিকারিক বলেন তিনি কাগজ দেখাতে বাধ্য নন।

রাতে যেসব নেতার বাড়িতে পুলিশের হানা হয়, তাঁদের মধ্যে রয়েছেন, বিজেপির জেলা সম্পাদক তন্ময় ঘোষ এবং কেশপুরের এক বিজেপি নেতার বাড়িতেও। হিরণ দাবি করেছেন, তাঁর সেক্রেটারিকে ফোন করে দল বদলের প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যে পুলিশ ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সেক্রেটারি রামপদ মান্নার বিরুদ্ধে চুরি ও সোনা পাচারের অভিযোগ থাকলেও ধরতে পারে না, সেই পুলিশই হানা দিয়েছে বিজেপি নেতাদের বাড়িতে। আইনি পথে এর লড়াই হবে বলে জানিয়েছেন তিনি।

এই ঘটনায় নাম না করে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকেও নিশানা করেন হিরণ চট্টোপাধ্যায়। তিনি দাবি করেন, ভয় পেয়েই পুলিশি হানা। আর তাঁর প্রচারে একের পর এক জায়গায় হামলা চালানো হয়েছে।

হিরণ চট্টোপাধ্যায়ের সেক্রেটারি তমোঘ্ন দের মা রেখা দে সকালে সাংবাদিকদের জানিয়েছেন, তিনি অসুস্থ বলার বরেও রাত দুটো পঞ্চাশ নাগাদ পুলিশ বাড়িতে গিয়ে লাথালাথি করে। সেই সময় তাঁর ছেলে বাড়িতে ছিলেন না বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার শুভেন্দু অধিকারীর কোলাঘাটের বাড়িতে পুলিশের তল্লাশির পরে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আদালতের রক্ষাকবচ থাকার পরেও পুলিশ হানা দিয়েছে। সঙ্গে ভিডিওগ্রাফির লোক পর্যন্ত ছিল না। বিষয়টি নিয়ে তাঁর আইনজীবী বুধবার হাইকোর্টে জানাবেন বলেও জানান। বিষয়টি নিয়ে তিনি শেষ দেখে ছাড়বেন বলেও হুঁশিয়ারি দেন।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube