+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব

নিজস্ব সংবাদদাতা - October 8, 2021 11:24 am - শারদ গৌরব

হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব

।। বল্মীক ।।

প্রকৃতির মধ্যে যেমন আছে পাহাড় নদী সমুদ্র জঙ্গল তেমনই আছে পশু পাখি গাছ ও কী ট পতঙ্গ প্রভৃতি। নিরাপদ আশ্রয়ে বেঁচে থাকার জন্য বিভিন্ন প্রাণীরা নানা বৈচিত্রময় বাসা তৈরী করে। এমনই একটি বাসা হল আমাদের বহু পরিচিত উই পোকার বাসা, যেটা দেখতে বেশ নান্দনিক। রাঢ় বঙ্গের লাল মাটি অঞ্চলে এদের বাসা বা ‘উই ঢিবি’ বেশ দর্শনীয়। ভারত বর্ষের বিভিন্ন স্থানে ও পৃথিবীরও বিভিন্ন দেশে এই উই পোকার ঢিবি দেখা যায়।

এই উই ঢিবি নিয়ে নানা পৌরাণিক কথা আছে আমরা অনেকেই জানি । দস্যু রত্নাকর থেকে বাল্মীকি তে রূপান্তর ঘটেছিল এই উই ঢিবি বা বল্মীক এর মধ্য দিয়ে। সেই আদি কবি বাল্মীকির মুখ থেকেই নির্গত হয় পৃথিবীর প্রথম শ্লোক বা কবিতা

मा निषाद प्रतिष्ठां त्वमगमः शाश्वतीः समाः ।
यत्क्रौंचमिथुनादेकमवधी काममोहितम् ।।

এই ঢিবিকে দেবী রূপে পুজোর প্রচলন আছে ভারতবর্ষে । অনুরূপ থাইল্যান্ডেও দেখা যায় এই উই ঢিবির পুজো। মানুষ অদ্ভুত ভাব প্রকৃতির নানা সম্পদকে দেব দেবী রূপে পুজো করে। পাথর নদী গাছ এদের মধ্যেই মানুষ খুঁজে পায় ঈশ্বরের অস্তিত্ব। শিল্পও তাই খুঁজে বেড়ায় প্রকৃতির সৌন্দর্য্যের মধ্যে ঈশ্বরের রূপ। তাই এই দুই এর মেল বন্ধনে সৃষ্টি হয়েছে এই বারের হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাবের মণ্ডপ নির্মাণ ও প্রতিমা।

 


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube