+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

হাওড়া ও হুগলি জেলার সংবাদপত্র বিক্রেতাদের টিকা দেওয়া হল

বুদ্ধদেব মন্ডল - June 11, 2021 10:43 am - কোথায় কি হচ্ছে!

হাওড়া ও হুগলি জেলার সংবাদপত্র বিক্রেতাদের টিকা দেওয়া হল

পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দফতর ও পশ্চিমবঙ্গ সংবাদপত্র বিক্রেতা এসোসিয়েশন এর যৌথ প্রচেষ্টায় হাওড়া ও হুগলী থেকে প্রায় ৯০০ সংবাদপত্র বিক্রেতাদের টিকা প্রদান কর্মসূচি হলো । এই সব এলাকায় প্রচুর মানুষ সংবাদপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। করোনা অতিমারি পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ মেনেই সংবাদপত্র বিক্রি করছেন তাঁরা। তবু প্রতিদিন বহু ক্রেতার সংস্পর্শে আসতে হয় তাঁদের, ক্রেতাদের বাড়িতেও সংবাদপত্র দিতে যান তারা । ফলে সংক্রমণের সম্ভাবনা থেকেই যায়। সেই জন্যই হকারদের করোনা টিকা দেবার সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮ উর্ধ থেকে সবাইকে যারা সংবাদপত্র বিক্রির সাথে প্রত্যক্ষ ভাবে যুক্ত আছেন তাদেরকেই এই টিকা দেওয়া হয় । এ নিয়ে সংবাদপত্র এসোসিয়েশন এর সম্পাদক লালু দেবনাথ বলেছেন, ‘‘হকাররা বিভিন্ন জায়গায় কাগজ বিক্রির জন্য যান ফলে সংক্রমণ ছড়াবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই তাঁদের টিকা দেওয়া হল। আগামী দিনে আবার এই কর্মসূচি নেওয়া হবে। টিকা নিয়ে খুশি হকাররাও। আরো উনি বলেন যাদের কে ছাড়া এই কর্মযজ্ঞ সম্ভব হতো না তারা হলেন পশ্চিমবঙ্গ সরকার এর তথ্য ও সংস্কৃতি দফতর এর তরফে ডিরেক্টর অফ ইনফরমেশন মিত্র চ্যাটার্জী। ও দুই জেলার ভারপ্রাপ্ত আধিকারিক সমাপ্তি দত্ত ও মন্দাক্রান্তা মহলানবিস।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube