হাওড়া করপোরেশন এর জল সরবরাহের নতুন সময়
হাওড়া করপোরেশন এর জল সরবরাহের কিছু সময় পাল্টে যাচ্ছে। এ মাসের ২২ থেকে ২৮ তারিখ সকালের সরবরাহের সময় একই থাকছে। সকাল ৬ টা থেকে ৮ টা। দুপুর ১২ টা ১৫ থেকে ১ টা ৪৫ পর্যান্ত জল সরবরাহ হবে। সন্ধ্যার সময় হচ্ছে ৭ টা থেকে ৯ টা পর্যন্ত।