হাওড়াতে জলসঙ্কট আরও তীব্র
পাইপ লাইনে ফাটলের জেরে হাওড়াতে জলসঙ্কট আরও তীব্র চেহারা নিল। মেরামতির কাজের মধ্যে মাটির ধস নামার কারণে সারানো পাইপ আবার ফেটে গেছে। বুধবার রাত থেকে উত্তর হাওড়া ও শিবপুরের বাইশটি ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ। এই গরমের মধ্যে চরম ভোগান্তির শিকার অন্তত দু’লক্ষ মানুষ। বিকল্প পাইপ লাইনের সাহায্যে চলছে সমাধানের চেষ্টা।
গরম পড়ার আগেই রাজ্যের জেলায় জেলায় দেখা দিচ্ছে জলসঙ্কট। বসন্তেই যখন বৈশাখের উত্তাপ, হাঁসফাঁস গরমে জলকষ্টের কামড় হাওড়ার বিস্তীর্ণ এলাকায়। বুধবার রাত থেকে উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভা এলাকার বাইশটি ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রায় ২ লক্ষ মানুষকে। বুধবার রাতে, হাওড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ভাগাড়ের কাছে ভূগর্ভস্থ পাইপ লাইনে বড়সড় ফাটল দেখা যায়। তার জেরে পদ্মপুকুর জল পরিশোধন প্লান্টের রিজার্ভার থেকে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার হাওড়া পুরসভা ও কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা পাইপলাইন মেরামতির সময়, মাটি ধসে যায়।
দুটো পাইপলাইন ফেটেছে। মেন লাইন গেছে উত্তর হাওড়া বিধানসভা এলাকায়। আরেকটা লাইন গেছে লিলুয়ার ভট্টনগরের দিকে। সাঁড়াশি বিপর্যয়ের মুখে তীব্র জলকষ্টে ভুগছেন এলাকাবাসী। হাওড়া পুরসভার তরফে এদিন ৩৬টি জলের ট্যাঙ্কার পাঠানো হয়। কলকাতা পুরসভার তরফে এদিন ১৫টি জলের ট্য়াঙ্কার পাঠানো হয়। হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী বলছেন, “ডিজাস্টার হয়ে গেছে। প্রায় কমপ্লিট করে ফেলেছিলাম। আজকেই সমস্যা মিটে যেত। ভোরে আবার সমস্যার সম্মুখীন হতে হতে হয়েছে।”
এই সঙ্কটকালে সম্ভাব্য লাইফলাইন হিসেবে উঠে আসছে কেএমডিএ-র করে রাখা বিকল্প পাইপলাইন। হাওড়ার বেলগাছিয়া মোড়ের কাছেই বিকল্প পাইপলাইন করে রেখেছে কেএমডিএ। ৭০ মিটার দীর্ঘ সেই পাইপলাইনকে হাওড়া পুর এলাকার পদ্মপুকুর জল পরিশোধন প্লান্টের সঙ্গে সরাসরি জোড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, “লাইন কলাপস করে গেছে। কাল রাতে সারানোর পর ধসে আরও ক্ষতি। বিকল্প লাইন পেতে তার মাধ্যমে জল সরবরাহ করা হবে। উত্তর হাওড়া এলাকায় জল পৌঁছতে আরো ২ দিন লাগবে। মধ্য হাওড়া ও শিবপুরে আজ সন্ধের মধ্যে জল পৌঁছবে।