+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

হাওড়া জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ব্লকে দেওয়া হলো কোভিড অ্যাম্বুলেন্স,শববাহী গাড়ি ও সেস ভ্যান

নিজস্ব সংবাদদাতা - August 3, 2021 10:22 am - রাজ্য

হাওড়া জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ব্লকে দেওয়া হলো কোভিড অ্যাম্বুলেন্স,শববাহী গাড়ি ও সেস ভ্যান

চিত্র সৌজন্যে: দেবাঞ্জন চৌধুরী

হাওড়া জেলা পরিষদের উদ্যোগে এই প্রথম জেলার ১৪ টি ব্লকের , ১৫৭ টি পঞ্চায়েতের স্কুলগুলিতে দেওয়া হল আটোমেটিক স্যানিটারি ন্যাপকিন মেশিন । এর ফলে ছাত্রীরা মাত্র ১০ টাকার বিনিময়ে তিনটি স্যানিটারি ন্যাপকিন পাবেন । এর ফলে উপকৃত হবেন ছাত্রী ও তার অভিভাবকরা । একইসঙ্গে গ্রামীণ মানুষের কথা চিন্তা করে হাওড়া জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ব্লকে দেওয়া হলো কোভিড অ্যাম্বুলেন্স , শববাহী গাড়ি ও সেস ভ্যান যা ইঞ্জিন চালিত আধুনিক এবং উন্নত মানের গাড়ি যেটি আবর্জনা পরিস্কারের ক্ষেত্রে ভীষণভাবে উপকারী

। সোমবার দুপরে শরৎসদন ২ নম্বর প্রেক্ষাগ্রিহে জেলা পরিষদের একটি অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতিদের হাতে গাড়ীর চাবি তুলে দেওয়া হয়। রাজ্যের সমবায়মন্ত্রি অরূপ রায় , জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায় পঞ্চায়েত সমিতির সভাপতিদের হাতে গাড়ীর চাবি তুলে দেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি , সহ সভাধিপতি ও অন্যান্য কর্মাধ্যক্ষরা ।

 


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube