+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

হাওড়া এর ডুমুরজলা এইচ আই টি কোয়াটার নতুন পল্লী ব্যবসায়ী সমিতির হকারদের টিকা দেওয়া হল

বুদ্ধদেব মন্ডল - May 28, 2021 3:53 pm - কোথায় কি হচ্ছে!

হাওড়া এর ডুমুরজলা এইচ আই টি  কোয়াটার নতুন পল্লী ব্যবসায়ী সমিতির হকারদের টিকা দেওয়া হল

হাওড়ার ৪৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন এর ডুমুরজলা এইচ আই টি কোয়াটার এলাকায় প্রচুর মানুষ হকারি করে জীবিকা নির্বাহ করেন। করোনা অতিমারি পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ মেনেই বিক্রিবাটা করছেন তাঁরা। তবু প্রতিদিন বহু ক্রেতার সংস্পর্শে আসতে হয় তাঁদের। ফলে সংক্রমণের সম্ভাবনা থেকেই যায়। সেই জন্যই হকারদের করোনা টিকা দেবার সিদ্ধান্ত নেওয়া হয়।১৮ থেকে ৪৪ বছর বয়সি হাওড়া এর ডুমুরজলা এইচ আই টি কোয়াটার নতুন পল্লী ব্যবসায়ী সমিতির হকারদের দেওয়া হলো প্রথম টিকা। হাওড়ার ৪৩ নম্বর ওয়ার্ড অন্তর্গত ইছাপুর হিল্লোল ক্লাব এ কোভিশিল্ড টিকা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। মন্ত্রী অরূপ রায়, শিবপুর বিধানসভার বিধায়ক মন্ত্রী মনোজ তিওয়ারি, ভাস্কর ভট্টাচার্য ও এই ওয়ার্ডের প্রাক্তন পুরোপিতা ও বোরো চেয়ারম্যান দেবাংশু দাস এর উদ্যোগে শুক্রবার প্রায় ৩০০ জন হকারকে টিকা দেওয়া হয়। এ নিয়ে দেবাংশু বাবু বলেছেন, ‘‘হকারদের থেকে সংক্রমণ ছড়াবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই তাঁদের টিকা দেওয়া হল। আগামী দিনে আবার এই কর্মসূচি নেওয়া হবে। টিকা নিয়ে খুশি হকাররাও।

 

 


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube