হাওড়া এর কংগ্রেস পক্ষ থেকে বেশ কিছুক্ষণ পঞ্চাননতলা রোড ও নরসিংহ দত্ত রোড এ পথ অবরোধের পর কৃষকের স্বার্থবিরোধী কৃষিবিলের প্রতিলিপি পোড়ালেন
সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট শিল্পপতি, সাংবাদিক,বিরোধী দলের রাজনৈতিক নেতা নেত্রী, আইনজীবীদের ফোনের ওপর কেন্দ্রীয় সরকারের অনৈতিক ভাবে পেগাশাস এপের মাধ্যমে আড়িপাতা হচ্ছে তা সম্পূর্ণ অনৈতিক এবং অগণতান্ত্রিক।দেশজুড়ে যেখানে প্রতিদিন বেকার যুবক যুবতী সংখ্যা বাড়ছে সেখানে তাদের কর্মসংস্থান না করে কেন্দ্রের এই মিথ্যাচারের সরকার বছরে দুকোটি চাকুরির প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়ে পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধি করে জনগনের স্বার্থের কথা না ভেবে নিজেদের অনৈতিক আর্থিক মুনাফার দিকে ঝুঁকে পড়েছে। বেশ কিছুক্ষণ পঞ্চাননতলা রোড ও নরসিংহ দত্ত রোডের পাওয়ার হাউজ মোড়ে পথ অবরোধের পর কৃষকের স্বার্থবিরোধী কৃষিবিলের প্রতিলিপি পোড়ানো হয়। রেল,এল আই সি, এয়ারপোর্ট বিক্রি ও বেসরকারি করণে বেশি নজর এই অপদার্থ বিজেপি সরকারের। আমরা কংগ্রেসের তরফ থেকে এই রাষ্ট্রায়ত্ত সংস্হা বিক্রির বিরোধিতা করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদে দাড়িয়ে এই পেগাসাস কান্ডের দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা দাবি করছি।এই সরকারের ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করছি আমরা। জানালেন শুভ্রজ্যোতি দাস, সম্পাদক,পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি।