হাওড়ায় মেগা রোড শোয়ে অভিষেক
হাওড়াতে প্রসূন ব্যানার্জীর সমর্থনে অভিষেক ব্যানার্জীর রোড শো হয়ে গেলো দাসনগর থেকে বালিটিকুরি বকুলতলা পর্যন্ত। বিকেল সাড়ে ৫টা নাগাদ রোড শো শুরু হয় দাশনগর থানার সামনে থেকে। বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের ভিড়ের মধ্যে দিয়ে তা শেষ হয় বালিটিকুরী পর্যন্ত গিয়ে। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি, হাওড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক কল্যাণ ঘোষ। প্রায় দুই কিলোমিটারের রাস্তায় অভিষেক হাত নেড়ে আবার কখনও ফুল ছুড়ে জনসংযোগ করেন।
রোড-শোর শেষে থেকে বিজেপি এবং সিপিএমকে চড়া সুরে আক্রমণ করেন অভিষেক। এক দিকে, ১০০ দিনের কাজের প্রকল্প, আবাস যোজনার মতো প্রকল্প নিয়ে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ করেন। অন্য দিকে, কেন্দ্রীয় সংস্থা দিয়ে ভোটের আগে বিরোধীদের ‘চমকানোর’ অভিযোগ করেন।