হাওড়া হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস ভয়েস ও আজকের প্রভাতী বার্তার যৌথ উদ্যোগে হিউম্যান রাইট দিবস পালন করা হলো,
হাওড়া হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস ভয়েস ও আজকের প্রভাতী বার্তার যৌথ উদ্যোগে হিউম্যান রাইট দিবস পালন করা হলো, মারিয়াস ডে স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাস্টিস মলয় কুমার সেনগুপ্ত, দেবপ্রসাদ জানা, সন্ধি মুখার্জী, রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়, সিনিয়র জার্নালিস্ট, শংকর সান্যাল, অমিতাভ দত্ত, শিক্ষাবিদ, সমীর বসু রায়চৌধুরী, সিনিয়র এডভোকেট, দিলীপ দাস, চেয়ারম্যান, আইপিপিএ,সভাপতি শ্যামল কুমার ঘোষ, এডভোকেট শ্রেয়া সিং, প্রমুখ। সকল বক্তাদের বক্তব্যের মধ্যে উঠে আসে মানবাধিকার বোধের নানা সমালোচনা । আইপিএস ও আইএএস এরা প্রশাসনিক প্রেক্ষ্যাপটের উপর দৃষ্টি আকর্ষণ করে বলেন হাইকোর্টের রায় ঠিকমতো প্রয়োগ বা কার্যকরী হয়না রাজ্য সরকারের অনমনীয়তার জন্য। এই অনুষ্ঠান গুণীজন ব্যাক্তিদের সম্মান প্রদান করা হয়। পাশাপাশি সিনিয়র সাংবাদিকদের সম্মানিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন দেবাঞ্জন চৌধুরী।