+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

বিপজ্জনক অংশ ভাঙতে গিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাওড়ার শতাব্দী প্রাচীন ছোট জানবাড়ি।

নিজস্ব সংবাদদাতা - October 1, 2021 10:09 am - রাজ্য

বিপজ্জনক অংশ ভাঙতে গিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাওড়ার শতাব্দী প্রাচীন ছোট জানবাড়ি।

চিত্র সৌজন্যে: বাণীব্রত কাঁড়ার

ছোট জানবাড়ি ভেঙে পড়ার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ তা দেখতে সেখানে ভিড় জমান…বিপজ্জনক অংশ ভাঙতে গিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাওড়ার শতাব্দী প্রাচীন ছোট জানবাড়ি।
 বৃহস্পতিবার সকালে জনবহুল রাস্তায় ভেঙে পড়ে হাওড়ার শতাব্দী প্রাচীন ছোট জানবাড়ির একাংশ। পরে, পুরসভার তরফে বিপজ্জনক অংশ ভাঙার কাজ শুরু হতেই হুড়মুড় করে ভেঙে পড়ে গোটা বাড়িটাই।
এদিন বেলা ১২ টা নাগাদ হাওড়ার দালাল পুকুরের কাছে মহেন্দ্র ভট্টাচার্য রোডের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঐতিহ্যবাহী ছোট জানবাড়ির একাংশ। কপালক্রমে, দুর্ঘটনার সময় সেখান দিয়ে কেউ যাচ্ছিলেন না। ফলে কেউ হতাহত হননি।
মধ্য হাওড়ার মহেন্দ্র ভট্টাচার্য রোড হাওড়ার অন্যতম ব্যস্ত রাস্তা। বাস, ট্যাক্সি, অটো, টোটো সহ অসংখ্য ছোট মালবাহী গাড়ি যাতায়াত লেগেই রয়েছে। এর পাশাপাশি সবসময় এই ছোট জানবাড়ির পাস দিয়ে বহু মানুষ হেঁটে যান।
এদিন দুর্ঘটনার সময় সেই জায়গা দিয়ে কেউ হেঁটে যাচ্ছিলেন না বলে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান পথচলতি মানুষ। ঘটনার পরেই ছুটে আসেন হাওড়া পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস। তিনি বলেন, ৮৪ নম্বর মহেন্দ্র ভট্টাচার্য রোডের এই জরাজীর্ণ বাড়িটি যে কোনও সময় ভেঙে পড়তে পারে। সেই আশঙ্কা থেকেই বাড়ির মালিককে বলা হয়েছিল বাড়িটি ভেঙে ফেলার জন্য। কিন্তু ওনারা জানান, শরিকি ঝামেলা আছে,মামলা চলছে। তাই কিছু করা যাবেনা। এরপর হাওড়া পুরসভা থেকে সেখানে বিপজ্জনক বাড়ি হিসাবে বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। এদিন বেলায় এই বাড়ির একাংশ ভেঙে পড়ে রাস্তায়। এদিন বাড়ির একাংশ যেটি ভেঙে পড়েছে, পুরসভার পক্ষ থেকে সেই অংশ ভেঙে দেওয়া হবে বলে জানান দেবাংশু দাস। সেই অনুযায়ী, এদিন বিকেলে পুর কর্তৃপক্ষের তরফে পুলিশের উপস্থিতিতে বিপজ্জনক অংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়। রাস্তা আটকে পুরসভা ভাঙার কাজে হাত লাগিয়েছিল। এর জন্য মই বেঁধে বাড়ির ছাদে উঠেছিলেন কর্মীরা। ঠিক তখনই, একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে গোটা বাড়িটাই। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি। এদিকে, ছোট জানবাড়ি ভেঙে পড়ার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ তা দেখতে সেখানে ভিড় জমান। এর জেরে যানজটের সৃষ্টি হয়। পরে চাটার্জীহাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ রাস্তার উপর ভেঙে পড়া বাড়ির অংশও সরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube