+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

আজ কটকে প্রত্যাবর্তনের ম্যাচ।

নিজস্ব সংবাদদাতা - June 12, 2022 4:03 pm - খেলা

আজ কটকে প্রত্যাবর্তনের ম্যাচ।

বোলারদের ব্যর্থতায় ২০০ রান করেও হারতে হয়েছে। আজ কটকে প্রত্যাবর্তনের ম্যাচ। বারাবাটি স্টেডিয়ামের উইকেটে রান থাকবে। আরও একটা হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনই কার্যকরী হতে পারে পেসাররাও। প্রথম ম্যাচ হারার পর ঋষভ পন্থের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু তরুণ নেতার পাশে দাঁড়ান ভুবনেশ্বর কুমার। জানান, ঋষভের কোনও ভুল ছিল না। বোলারদের ব্যর্থতায় ভরাডুবি। তাহলে কি এবার দলে পরিবর্তন আসতে পারে? রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে সুযোগ পেতে পারেন উমরান মালিক। আইপিএলে তাঁর গতি নজর কেড়েছে। রান দিলেও উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রয়েছে। তাই উমরানের সংযোজন বোলিংয়ে বৈচিত্র বাড়াবে। এই একটা পরিবর্তন ছাড়া বাকি দল একই থাকার সম্ভাবনা। কারণ খুব বেশি বদলের পক্ষপাতী নন দ্রাবিড়।

অন্যদিকে প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে দক্ষিণ আফ্রিকা। বিশাল রান তাড়া করতে নেমে মাত্র তিন উইকেটের বিনিময়ে জয়সূচক রানে পৌঁছে যায় প্রোটিয়ারা। দুরন্ত ছন্দে পাওয়া যায় ডেভিড মিলার এবং ভ্যান ডার দুসেনকে। করোনা আক্রান্ত হওয়ায় প্রথম ম্যাচে খেলতে পারেননি আইডেন মার্করাম। এদিনও দলে ফেরার সম্ভাবনা কম। তবে ভারতের প্রত্যাবর্তনের ম্যাচে সমস্যা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই টস খুবই গুরুত্বপূর্ণ। যে দলই টসে জিতবে, পরে ব্যাটিং নেবে। বৃষ্টি পড়লে ডাকওয়ার্থ লুইস নিয়ম কার্যকরী হবে। সেক্ষেত্রে সুবিধা পাবে পরে ব্যাট করা দল। তাই টস আজকে বড় ফ্যাক্টর হতে পারে।


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube