+91 9330828434 +91 9804424251 banglalivenews@gmail.com

ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলার ফিল্ম প্রদর্শিত হল।

নিজস্ব সংবাদদাতা - April 2, 2022 9:07 am - কোথায় কি হচ্ছে!

ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলার ফিল্ম প্রদর্শিত হল।

সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চম ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলার বেশ কিছু উন্নতমানের ফিল্ম প্রদর্শিত হল। ফেস্টিভ্যাল আহ্বায়ক আদিত্য দাস জানান, ‘৪৫টি ফিল্মের মধ্যে ১৮টি ফিল্ম প্রদর্শনের জন্য মনোনীত হয়।

তার মধ্যে দুটো বাংলাদেশের ফিল্ম ছিল। সেরা ফিল্মগুলোকে পুরস্কৃত করা হয়।’ ফিল্মগুলোর মধ্যে নজর কেড়েছে ‘আমার চোখে কলকাতা ‘, ‘ভাঙা মন’, ‘দ্য ডাস্টবিন কানেকশন, ‘আলোর খোঁজে’, ‘তরী’, ‘কৃত্রিম বেলী’ জয় হিন্দ , পরিচয় , সহ বেশ কিছু ফিল্ম। ‘আলোর খোঁজে’ ফিল্মটির ‘মাটির মানুষ সব’ গানটির জন্য নির্মাল্য বিশ্বাস শ্রেষ্ঠ মিউজিক ডিরেক্টর এওয়ার্ড পান ।

শর্ট ফিল্ম বাংলাদেশের পুরস্কার পান আসিফ জাহাঙ্গীর অর্ক, শ্রেষ্ঠ শিশু অভিনেত্রীর পুরস্কার পান আরিয়ান বিকাশ পাটিল,( ব্যাঙ্গালোর) শ্রেষ্ঠ সম্পাদনা জন্য পুরস্কার পান বিশাল বিশ্বাস, শ্রেষ্ঠ আইডিয়ার জন্য পান প্রবীর চৌধুরী (জয় হিন্দ) শ্রেষ্ঠ কনসেপ্টের জন্য পুরস্কার পান মধুতম সেন (কন্সাইন্স) শ্রেষ্ঠ শর্ট ফিল্ম দীপক দে (ভাঙ্গা মন এর জন্য) শ্রেষ্ঠ স্টরি এর জন্য ইতি করগুপ্ত (ক্যান আই) শ্রেষ্ঠ অভিনেতা মানব শর্মা (বুন ) শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী জয়িতা বল চ্যাটার্জী কৃত্রিম বেলি জন্য পুরস্কার পান এছাড়াও আরো অন্যান্য
এই ফিল্মের ক্লাইম্যাক্সটি চমকপ্রদ। কাহিনী, চিত্রনাট্য, পরিচালনা নির্মাল্যর।

ফিল্মটিতে গান গেয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী জয়িতা বল চ্যাটার্জী।
ওম স্বস্তি ফিল্ম এর পক্ষ থেকে নৈঋত বিশ্বাস মানিক সিংহ ও সুদীপ্তা বিজলি সহ অন্যান্য দের কেউ বিশেষ সম্মান প্রদান করা হয় এই মঞ্চ থেকে। এই অনুষ্ঠানে অনুষ্ঠানে জয়িতা একটি সুন্দর লোকগান পরিবেশন করেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন বাংলা সিরিয়ালের পরিচিত অভিনেতা সৌরভ সেনগুপ্ত।


আগামীতে উত্তরবঙ্গ ও মধ্য বঙ্গ ইন্দো-বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে । এ কথা জানালেন উৎসব কমিটির বর্তমান আহ্বায়ক আদিত্য দাস

 


আরও পড়ুন:

Follow Bangla Live on Facebook

Follow Bangla Live on YouTube