আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা তুলে নিল একাধিক দেশ।
আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা তুলে নিল একাধিক দেশ। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক প্রভাব ফেলেছিল পর্যটন শিল্পে। এবার সংক্রমণ অনেকটাই নিম্নমুখী। আর তাই টিকাকরণ হয়ে গেলেই স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, মরিশাস, রাশিয়া, ক্রোয়েশিয়ার মতো দেশগুলিতে যেতে পারবেন আপনি। ভারত থেকে আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে এই দেশগুলি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। পর্যটকদের টিকাকরণ হয়ে গেলে এবং আরটি–পিসিআর টেস্ট নেগেটিভ হলে ওই দেশগুলিতে আর ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে না। বিশেষত পড়ুয়া ও কর্মক্ষেত্রে যাঁরা বিদেশে যান, তাঁদের জন্য নিঃসন্দেহে সুখবর। তবে সিঙ্গাপুর ও মালয়েশিয়া এখনও বিদেশি পর্যটকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রেখেছে। এক ভ্রমণ সংস্থার মালিক বলেছেন, ‘দেশগুলি ভিসা দেওয়ার ক্ষেত্রে সবুজ সঙ্কেত দিয়েছে। আশা করছি জুলাইয়ের মাঝামাঝি থেকে কেন্দ্র আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেবে।’ আর এক ভ্রমণ সংস্থার মালিক বলেছেন, ‘হাতে যা সময় রয়েছে, তাতে বিদেশে যেতে ইচ্ছুকদের দ্রুত টিকা নেওয়াটা জরুরি। না হলে ১৪ দিনের কোয়ারেন্টিনের খরচ অনেক।’ তবে ফ্রান্স ও আমেরিকায় এখন ঘুরতে যাওয়া যাবে না। এই দুই দেশ শুধু পড়ুয়া এবং কর্মীদের টিকাকরণ হলেই ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।