আর কিছুক্ষনের মধ্যে কলকাতায় আই পি এল এর উদ্বোধন , বৃষ্টি চিন্তায় রাখছে সমর্থক থেকে কর্তাদের |
আজ কলকাতায় মেঘা আই পি এল এর আনুষ্ঠানিক উদ্ধোধন হতে চলেছে ঞিকেট এর নন্দন কানন ইডেন গার্ডেন্স এ | প্রস্তুতি শেষ | ভারতীয় সময় বিকাল ৬.৩০ মিনিটে শুরু হবে জাঁকযমক পূর্ণ উদ্ধোধন | এই প্রথম সঞ্চালকের ভূমিকায় থাকতে পারেন বলিউড বাদশা শাহারুখ খান | এতো কিছুর মাঝে চিন্তায় রাখছে বৃষ্টি এবং খারাপ আবহাওয়া | পৃথিবীর যে কোন দেশের ঞিকেটার দের কাছে কলকাতার ইডেন গার্ডেন্স এ খেলা যেনো অন্য অনূভূতি | প্রথম দিনের মহারণে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেন্জার্স বেঙ্গালুরু। গত বার চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তাই এবার প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিতে তৎপর তাঁরা। জমি ছাড়তে নারাজ বিরাটরাও। বৃহস্পতিবার নেটে অনুশীলন করেছে ক্রিকেটাররা। শনিবারের ম্যাচ নিয়ে কেকেআরের সমর্থকদের উত্তেজনা তুঙ্গে। বলে রাখা ভালো প্রায় ১০ বছর পর আইপিএলের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে ইডেনে। প্রথম দিনের ম্যাচ নিয়ে ওয়াকিবহল মহল বলছে, ‘যতবার কেকেআর এবং আরসিবি মুখোমুখি হয়েছে বেশির ভাগ জয় এসেছে কেকেআরের।
তবে এবারের ম্যাচে আরসিবির তৎপরতাও তুঙ্গে।’ ইতিমধ্যেই ইডেনের নেটে অনুশীলনে নিজের চেনা ছন্দে ফিরেছে কোহলি। গত বারের আইপিএলেও ভালো পার্ফম্যান্স দেখিয়েছিলেন কোহলি। তাই এবারের ম্যাচে তাঁর দিকেই দর্শককদের বাড়তি নজর। অপরদিকে কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুন চক্রবর্তীর ম্যাজিক বলে কুপোকাত হতে পারেন আরসিবির ব্যাটাররা। অতীত বলছে কেকেআরের বেশিরভাগ সাফল্যের পিছনে বরুনের ভূমিকাও যথেষ্ঠ উল্লেখযোগ্য। আইপিএলের প্রথম ম্যাচেই ভিড় যে ব্যাপক পরিমানে হবে তা আশা রাখছে ক্রিকেটে মহল। এর আভাস আগেই পাওয়া গিয়েছে। রয়্যাল চ্যালেন্জার্স বেঙ্গালুরু বাস ইডেনে ঢুকতেই সেই ভিড় লক্ষ্য করা গিয়েছে। বিরাটকে দেখতে হইচই পড়ে যায় ইডেনে। নেটে প্রাকটিসের সময় বিরাট কোহলির অনুরাগীরা তাঁকে দেখার জন্য ভিড় জমিয়েছিল। ইডেনে নেটে অনুশীলনে যথেষ্ট ভালো পার্ফম্যান্স দেখিয়েছন। আইপিএলের প্রথম ম্যাচে কোন দল জয় ছিনিয়ে নেয় সেটাই এখন দেখার। উদ্ধোধনী অনুষ্ঠানে বলিউড শিল্পী শ্রেয়া ঘোষাল , অরিজিত সিং দের মতো তারকাদের গান গাওয়া প্রায় চূড়ান্ত | সব কিছুই নির্ভর করছে প্রকৃতি এবং আবহাওয়ার ওপর | মাঠ কর্মীরা ঢেকে রেখেছেন পিচ থেকে মাঠের চারিপাশ | শনিবারের সন্ধ্যায় ইডেন কতটা পূর্ণতা পায় এখন সেটাই দেখার