আইপিএলে বদলে গেল আরও একটি নিয়ম।
আইপিএলে বদলে গেল আরও একটি নিয়ম। যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দশ দলের অধিনায়ক।
এখন থেকে স্লো ওভাররেটের জন্য অধিনায়কদের আর এক ম্যাচের জন্য নির্বাসনে পাঠানো হবে না। শুধু জরিমানা দিলেই মিলবে মুক্তি।
বলা হয়েছে স্লো ওভাররেটের জন্য এখন থেকে ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। তবে ডিমেরিট পয়েন্ট বেশি হলে নির্বাসিত করা হতে পারে অধিনায়ককে। তবে সেটা কত পয়েন্ট তা জানানো হয়নি।
এটা ঘটনা রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। কিন্তু স্লো ওভাররেটের জন্য সেই ম্যাচ খেলতে পারবেন না হার্দিক। কারণ গত আইপিএলে স্লো ওভাররেটের জন্য এক ম্যাচ নির্বাসিত করা হয়েছিল তাঁকে। গতবার মুম্বইয়ের শেষ ম্যাচের পর শাস্তি পান তিনি। সেই শাস্তি পেতে হবে এবারের আইপিএলে। যদিও আগামীতে স্লো ওভাররেটের জন্য কোনও অধিনায়ককে নির্বাসিত করা হবে না।
সূত্রের খবর, এক ডিমেরিট পয়েন্টের জন্য কেটে নেওয়া হবে ম্যাচ ফি’র ২৫ শতাংশ। লেভেল ওয়ান অপরাধের ক্ষেত্রে তা ২৫ থেকে ৭৫ শতাংশ অবধি হতে পারে। তিন বছরের জন্য ওই ডিমেরিট পয়েন্ট থাকবে। অর্থাৎ, প্রথম বার ডিমেরিট পয়েন্ট পাওয়ার তিন বছরের মধ্যে আবার ডিমেরিট পয়েন্ট পেলে তা যোগ হবে। লেভেল ২ অপরাধ করলে ৪ ডিমেরিট পয়েন্ট পেতে পারেন কোনও ক্রিকেটার বা অধিনায়ক।
চারটি ডিমেরিট পয়েন্ট পাওয়া ক্রিকেটারকে জরিমানা করা হতে পারে। তাঁর ম্যাচ ফি–র ১০০ শতাংশ কেটে নেওয়া হতে পারে। এক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি। বেশি ডিমেরিট পয়েন্ট পেলে কোনও ক্রিকেটারকে নির্বাসিত করা হতে পারে। তবে কত পয়েন্ট তা বলা হয়নি।