অভিষেকেই সুপারহিট, ভারতীয় ক্রিকেটের এলিট লিস্টে নাম তুললেন ইশান!
স্বপ্নের অভিষেক বললেও মনে হয় ইশান কিষানের ক্ষেত্রে বেশি বলা হয়ে যাবে না। অভিষেক ম্যাচ যে কোনও ক্রিকেটারের পক্ষে ভীষণ কঠিন হয়। সাফল্য না পেলে কি হবে তার দুশ্চিন্তাও। তবে আইপিএল যেন এখন সব ক্রিকেটারকে আগে থেকেই ড্রেস রিহার্সাল দিয়ে বড় মঞ্চে পাঠাচ্ছে। তার অন্যতম উদাহরণ ইশান কিষান।
রবিবার আমদাবাদে স্কোরবোর্ডে ইংল্যান্ড তুলে ফেলেছে ১৬৪ রান। ১৬৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জিততে হবে ভারতকে। শুরুতে বোর্ডে রান ওঠার আগেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন অপর ওপেনার কে এল রাহুল। স্বাভাবিকভাবেই চাপে পড়ে যাওয়ার কথা ছিল ইশানের। তবে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এই তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান পালটা আক্রমণ শুরু করেন ইংরেজ বোলারদের। ৩২ বলে ৫৬ রানের ঝকঝকে ইনিংস উপহার দিয়ে ভারতের জয়ের ভিত্তি গড়ে দেন। পাঁচটি চার ও চারটি ছক্কা মারার পরে রশিদকে রিভার্স সুইপ মারতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি। তবে এই ইনিংস তাঁকে জায়গা করে দিল ভারতীয় ক্রিকেটের এক এলিট লিস্টে। অভিষেকেই ম্যাচের সেরা হওয়া চতুর্থ ভারতীয় ক্রিকেটার হলেন তিনি।
একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা –
১) ২০১৩ সাল বনাম জিম্বাবোয়ে, মোহিত শর্মা।
২) ২০১৮ সাল বনাম ওয়েস্ট ইন্ডিজ ,পৃথ্বী শ।
৩) ২০১৯ সাল বনাম ওয়েস্ট ইন্ডিজ, নভদীপ সাইনি।
৪) ২০২১ সাল বনাম ইংল্যান্ড, ইশান কিষান।