ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস।
প্রতিটি ওয়ার্ডে তৈরি করা হবে মহিলাদের আলাদা শৌচাগার। দু’বছরের মধ্যে পূরণ করা হবে কলকাতা কর্পোরেশনের ২৮,০০০ শূন্যপদ। স্থায়ীকরণ করা হবে সমস্ত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের। জোর দেওয়া হবে বস্তিবাসীদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং পরিবেশ ও পরিকাঠামো উন্নয়নে। নারী এবং যুবসমাজের উন্নয়নের সঙ্গে জোর দেওয়া হবে প্রবীণদের সমস্যা সমাধানেও। পুরবোর্ড তাদের দখলে এলে কলকাতাবাসীর জন্য তাদের কী পরিকল্পনা আছে সেই বিষয়ে শুক্রবার ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। রাজ্য কংগ্রেসের সদর দপ্তরে ‘আমার কলকাতা’ নামে এই ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, নির্বাচন কমিটির চেয়ারম্যান নেপাল মাহাত, ক্যাম্পেন কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম, রাজ্য কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় এবং প্রাক্তন বিধায়ক অসিত মিত্র।
কীভাবে তারা ফুটপাথ হকারমুক্ত করবেন সে বিষয়ে দলের পক্ষ থেকে বলা হয়েছে, হকারদের পুনর্বাসনের পাশাপাশি হকার ব্যবসা নিয়ন্ত্রণ ও ব্যবসার জন্য প্রত্যেক হকারকে একটি আধুনিক মোবাইল কিয়স্ক দেওয়ার সঙ্গে ট্রেড লাইসেন্স দেওয়া হবে। যার ফলে তাঁরা ব্যাঙ্ক ও সরকারি সমস্ত সুবিধা উপভোগ করতে পারবেন।
নারীদের উন্নয়নে ওয়ার্ডে তাঁদের জন্য আলাদা শৌচাগার নির্মাণ ছাড়াও প্রতিটি বরোতে নারীপাচার বন্ধে এবং তাঁদের ওপর হিংসা রোধে ভিজিল্যান্স কমিটি গঠন করা হবে। স্কুলে এবং মহিলা শৌচালয়ে থাকবে স্যানিটারি প্যাড ডিসপেনসার মেশিন। একইসঙ্গে শিশুশ্রম রোধে সচেতনতা তৈরিতে বরোপিছু থাকবে ভিজিল্যান্স কমিটি। সরকারি স্কুলগুলিকে ডিজিটাল সুবিধা চালু করে স্মার্টস্কুলে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। থাকবে প্রবীণ নাগরিকদের সহায়তায় দিনের সর্বসময়ের জন্য একটি হেল্পলাইন। যুবকদের দেওয়া হবে কর্মমুখী প্রশিক্ষণ।
বেআইনি বাড়ি বা আবাসন নির্মাণ নিয়ে দায়ী থাকতে হবে সেই ওয়ার্ডের পুরপিতাকেই। পরিবেশ রক্ষার তাগিদে ওয়ার্ডে ওয়ার্ডে সোলার চার্জিং স্টেশনের সঙ্গে নতুন আবাসনের ক্ষেত্রে ওয়াটার হারভেস্টের সঙ্গে সোলার লাইটের ব্যবস্থা করতে হবে বাধ্যতামূলকভাবে। নাগরিকদের সবসময় পানীয় জল সরবরাহের পাশাপাশি ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে শহরের সমস্ত নলকূপ এবং বোরওয়েলগুলি। সম্পত্তি করেও নির্দিষ্ট ক্ষেত্রে ছাড়ের উল্লেখ আছে। পুকুর সংস্কারের সঙ্গে দূষণ রোধে শহরে লাগানো হবে পর্যাপ্ত গাছ। করা হবে নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ।