জগৎ মুখার্জ্জী পার্ক
২০২০ থিম : ফিরে দেখা ঃ”স্মরণে মননে স্যার অশোক গুপ্ত”
দুর্গোৎসবের ৮৪ তম বর্ষে আমাদের বিষয় ভাবনার পোশাকি নাম- ” স্মরণে মননে স্যার অশোক গুপ্ত “। স্মৃতি রোমন্থনের পরিসরে আমরা ফিরে তাকাবো উৎসমুখে। আজকে জগৎ মুখার্জ্জী পার্কের পুজো স্বনামেই পরিচিত। কিন্তু একথা খুব কম মানুষই জানেন যে, থিমের পুজোর যে প্রচলন আজ কলকাতার প্রাণের দুর্গোৎসবকে বিশ্ববন্দিত করেছে তার সূত্রপাত হয়েছিল এই জগৎ মুখার্জ্জী পার্কে। যার আনুষ্ঠানিক নাম- ১ নং ওয়ার্ড সাধারণ দুর্গোৎসব ও প্রদর্শনী। বরেণ্য প্রতিমা শিল্পী অশোক গুপ্ত মহাশয়ের কালজয়ী শিল্প সৃষ্টির আঁতুড় ঘর। সুদীর্ঘ ১৬ বছর (১৯৫৯ থেকে ১৯৭৫) এই জগৎ মুখার্জ্জী পার্কের পুজোই তাঁর নান্দনিক শিল্পকর্মের বিস্তৃত পরিসর ও পরিবেশ জুগিয়েছিল । একথা ভুলে যাওয়া অনুচিত হবে যে, অশোক গুপ্তের ঠাকুর সেসময় যেমন সুধীজনের অকুন্ঠ প্রশংসা পেয়েছিল আবার সমলোচনার বহরও কিছু কম ছিল না। কিন্তু, জগৎ মুখার্জ্জী পার্ক সেইসময় শুধু গুণের স্বীকৃতিই দেয় নি, সস্মানে ও অকৃত্রিম ভালবাসায় আপন করে নেয় এই প্রবাদ প্রতিম শিল্পীকে। শিল্পীও তাঁর প্রাণ ঢালা ভালবাসা দিয়ে সৃষ্ট শিল্পকর্মের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় যথোচিত সম্মানের সঙ্গে স্থান করে দেন জগৎ মুখার্জ্জী পার্ককে। একথা নিশ্চিত ভাবেই বলা যায় আজ যদি কেউ কলকাতার দুর্গাপুজোর ইতিহাস লিখতে বসেন তবে তাঁকে অবশ্যই একটি অধ্যায় তুলে রাখতে হবে জগৎ মুখার্জ্জী পার্ক আর শ্রী অশোক গুপ্তের জন্য। যতদিন কলকাতার দুর্গাপুজো থাকবে, গঙ্গানদী তার আপন মহিমায় অটুট থাকবে, আর যতদিন জগৎ মুখার্জ্জী পার্ক থাকবে ততদিন অমর হয়ে থাকবে কলকাতার থিম পুজোর পথিকৃৎ স্যার অশোক গুপ্তের নাম।
আমরা এবার তাই শিকড়ের টানে ফিরে দেখতে চেয়েছি, ১৯৫৯ থেকে ‘৭৫ এর সেই ঘটনাবহুল সময়ের প্রেক্ষাপটে থিম পুজোর প্রাণপুরুষ শ্রদ্ধেয় অশোক গুপ্তকে। সাথে শ্রদ্ধার সঙ্গে প্রণত হব কলকাতার থিম পুজোর ধাত্রী ভূমি জগৎ মুখার্জ্জী পার্কের পাদপীঠে।