জাঁকিয়ে শীত পড়তে চলেছে বঙ্গে।
জাঁকিয়ে শীত পড়তে চলেছে বঙ্গে। এমনটাই পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, সোমবারের মত মঙ্গলবারেও কলকাতা সহ কিছু জায়গায় মেঘলা আকাশ থাকবে। সকালে দিকে কুয়াশা থাকবে। বুধবার থেকে পরিষ্কার হবে আকাশ। ফলে, নিম্নমুখী হবে পারদ, কমবে তাপমাত্রা। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা। চলতি সপ্তাহের শেষে বঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। সপ্তাহের শেষে কলকাতায় ১৫ ডিগ্রি বা তার নীচে নামতে পারে পারদ।
পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নেমে যেতে পারে ১০ ডিগ্রি বা তার নীচেও। তবে রাজ্যজুড়ে রাতের তাপমাত্রা এখনই আর বৃদ্ধির সম্ভাবনা নেই। বুধবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার পরের দু’দিন দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রা। মঙ্গলবার ঘন কুয়াশার দাপট থাকবে আট জেলায়। এর দাপটে যানবাহন চলাচল ও বিমান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা। দৃশ্যমানতা দু-এক জায়গায় ৫০ মিটারে নেমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওযা দপ্তর। সকালের দিকে কিছু জেলা ঢাকা থাকতে পারে ঘন কুয়াশায়। দক্ষিণবঙ্গে তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় প্রায় একই রকম থাকবে।
মঙ্গলবার সকালে কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। পাশাপাশি, শহরতলিতে কুয়াশা এবং ধোঁয়াশা থাকবে। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯১ শতাংশ। সোমবার সামান্য বৃষ্টিও হয়েছে শহরে।