জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পুজো করার সময় কয়েকটি নিয়ম অবশ্যই মানতে হবে ৷
আগামী সোমবার জন্মাষ্টমী ৷ আমাদের আদরের গোপালের জন্মদিন ৷ ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণ হয়ে জন্ম নিয়েছিল মাতা দেবকীর গর্ভে ৷ ধর্মপ্রাণ হিন্দুদের ঘরে ঘরে চলছে এই দিন গোপাল পুজোর আয়োজন হয় ৷ দুধ-ঘি-মধুতে স্নান সেরে নতুন জামা, গয়না পরে, ফুল-চন্দন-আতরে আজ সেজে ওঠেন গোবর্ধনধারী ৷ জন্মাষ্টমীর পুজো শুরু হবে অষ্টমী লাগার পর ৷ এ বছর ইংরাজির ৩০ অগস্ট পড়েছে জন্মাষ্টমী ৷ যা শেষ হচ্ছে ৩১ অগাস্ট মঙ্গলবার সকাল ৯টা বেজে ৪৪ মিনিটে। অষ্টমী তিথি শেষ হচ্ছে সোমবার রাত ১ টা ৫৯ মিনিটে৷শ্রীকৃষ্ণের পুজো করার সময় কয়েকটি নিয়ম অবশ্যই মানতে হবে ৷ শাস্ত্রে রয়েছে দুর্ভাগ্যকে, সৌভাগ্যে পরিণত করতে শুধু কৃষ্ণ নামই যথেষ্ট ৷ এ দিন নতুন করে সাজিয়ে তুলুন কৃষ্ণ মূর্তিকে ৷ পরান নতুন পোশাক, গয়না ৷ কৃষ্ণকে ভোগ দিন মাখন, মিছরি ৷জন্মাষ্টমীর দিবস মধ্যাহ্নে শ্রী শ্রী ঠাকুরের ভোগ দিতে হবে অন্যান্য দিনের মতোই । পরে সন্ধ্যা আরতি করে সন্দেশ ভোগ দিয়ে কৃষ্ণকে য়শন দিতে হবে । রাত্রি বারোটার সময় তাঁকে জাগরিত করে পঞ্চামৃতের দ্বারা স্নান করিয়ে ফুল দিয়ে পুজো করে পাঞ্জরী (ধনিয়া চূর্ণ ঘিয়ে ভেজে তাতে ঘি মিশিয়ে যে বস্তু তৈরি হয় তাকে পাঞ্জরী বলে । কেউ কেউ এতে বাদাম, নারকেল, কিশমিশ দিয়ে থাকেন), দই, মিষ্টি প্রভৃতি ফলার ভোগ দিতে হবে ।এরপর কৃষ্ণের আরতি করে প্রসাদ গ্রহণ করতে হবে । শ্রী কৃষ্ণকে ভোগ দিয়ে ইচ্ছা হলে আবার শয়ন দেওয়া যেতে পারে । না হলে পরদিন দই, ক্ষীর, ননি দিয়ে তাঁর নন্দোৎসব পালন করতে হবে ।