যারা সোনা কিনবেন ভাবছেন তাদের জন্য সুখবর।
উৎসবের মরশুমে যারা সোনা কিনবেন ভাবছেন তাদের জন্য সুখবর। কলকাতায় কিছুটা হলেও কমেছে সোনার দাম। যারা এখনও কিনব কিনব বলে ভাবছেন তাঁরা একবার বাজারে গিয়ে সোনার গয়না কিনতে পারেন। একনজরে দেখে নিন আজ কলকাতায় সোনার বাজারদর কেমন চলছে।
২২ ক্যারাট
১ গ্রাম সোনার দাম ৬৮৩০ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৫৪ হাজার ৬৪০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬৮ হাজার ৩০০ টাকা।
২৪ ক্যারাট
১ গ্রাম সোনার দাম ৭১৭২ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৫৭ হাজার ৩৭৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭১ হাজার ৭২০ টাকা।
বিগত বেশ কয়েক মাস ধরেই সোনার দামের পতন লক্ষ্য করা গিয়েছে। মনে করা হচ্ছে কেন্দ্রীয় বাজেটের পরই সোনার দামে এই পতন ঘটেছে। সোনা যাতে সাধারণ মানুষের আরও নাগালের মধ্যে থাকে সেজন্য সোনার উপর অনেকটাই ব্যবস্থা নেওয়া হয়েছে। যার ফলে সোনা বর্তমানে অনেকটাই ধরাছোঁয়ার মধ্যে। সেই ধারাই অব্যাহত রেখে প্রতিদিনই কমছে সোনার দাম।
তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি কাছের সোনার দোকানে গিয়ে নিজের ইচ্ছামত সোনার অলঙ্কারটি বেছে নিন। সোনার দাম সহজে কমে না। যখন কমছে তখন দ্রুত ঘরে নিয়ে আসুন সোনা।