জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকার রেশন দুর্নীতির অভিযোগ তুলল বিজেপি
বিদায়ী খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে পাঁচ বছরে পাঁচ হাজার কোটি টাকার রেশন দুর্নীতির অভিযোগ তুলল বিজেপি। রবিবার আরটিআইয়ের নথি পেশ করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে এমনটাই অভিযোগ এনেছেন বিজেপির বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
পাল্টা অভিযোগ অস্বীকার করে বিজয়বর্গিয়র বিরুদ্ধে আইনি নোটিসের হুঁশিয়েরি দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক।বিদায়ী খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে চাল সংগ্রহ ও বণ্টনে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছেন বিজয়বর্গীয়। এ প্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘ কৃষকরা ধানের উৎপাদন মূল্য পাননি। কারণ, দুর্নীতিতে জড়িত রয়ছেন মমতা ঘনিষ্ঠ এই মন্ত্রী।
এদিন বাইপাসের ধারে একটি হোটেলে সাংবাদিক বৈঠক করেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন ‘ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীগুলো।
সেক্ষেত্রে কতজন কৃষকদের কাছ থেকে ধান কেনা হয়েছে, তার কোনও তালিকাই নেই রাজ্যের কাছে। আমরা জানতে চেয়েছিলাম, কৃষকদের কত টাকার চেক দেওয়া হয়েছে এবং কত টাকা নগদ দিয়ে তাঁদের কাছ থেকে ধান কেনা হয়েছে। এমনকী, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা জন্য তালিকা দিতে পারেনি রাজ্য সরকার। এই শস্য গরিবদের কাছে পৌঁছয়নি।