হাওড়া তে বিধায়ক জটু লাহিড়ী বিজেপিতে গেলেন
বিজেপিতে যোগদান করলেন হাওড়ার শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী। আজ সকালে বিজেপি নেতা মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে তিনি গেরুয়া শিবিরে যোগদান করেন। তাঁর হাতে দলের পতাকা তুলে দেন মুকুল রায়। ছিলেন অন্যান্য বিজেপি নেতারা।
টিকিট না পেয়েই শিবির পরিবর্তন? জটুবাবু বলেন, আমাকে অসম্মান করেছে তাই আমি দল ছেড়ে বিজেপির হয়ে কাজ করতে চাই। তাই আজ মুকুল রায়ের বাড়িতে গিয়ে বিজেপিতে যোগদান করলাম।
জটুর এই শিবির পরিবর্তন নিয়ে রাজ্যের মন্ত্রী এবং হাওড়ার তৃণমূল নেতা অরূপ রায় বলেন, ভাবতে অবাক লাগে লোকটা আজ টিকিট না পেয়ে বিজেপিতে চলে গেলেন! এঁদের কোনও আদর্শ নেই।
এর আগে তাঁর পুরনো দল তৃণমূলের একটি কর্মসূচিতে জটু লাহিড়ী বলেছিলেন এবছরও বিধায়ক হিসাবে তিনি ফিরে আসবেন।
২০১১ এবং ২০১৬, তৃণমূলের হয়ে পরপর দুটি বিধানসভা নির্বাচনে জেতা এই প্রার্থীকে পেয়ে কতটা উপকৃত হাওড়া বিজেপি? জেলা সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা বলেন, দাগহীন যেকোনও লোকই দলে স্বাগত। জটুবাবুর কোনও দাগ নেই। তাই তিনি স্বাগত।