আগামী ২৪ ঘণ্টা বাংলার উপকূলে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে
যতটা শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার কথা ছিল, ততটা আর নেই। আগেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ। ওডিশার পুরীতে ঝাঁপিয়ে পড়েছে সে। ক্রমে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত হবে। তার পর এগোতে থাকবে স্থলভাগে। আবহাওয়াবিদরা বলছেন, আজ রাতেই বাংলায় প্রবেশ করেছে জাওয়াদ। নিম্নচাপ রূপে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই নিম্নচাপের জেরে রবি এবং সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাংলায়। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, হাওড়া, নদিয়ায়। মঙ্গলবার থেকে পরিষ্কার হতে থাকবে আকাশ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টা বাংলার উপকূলে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ঘণ্টায় তা সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত গতিতে বইতে পারে । দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার থেকে হাওয়ার গতিবেগ কমবে। কমবে বৃষ্টিও। যদিও আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।